Foto

Please Share If You Like This News

Buffer Digg Facebook Google LinkedIn Pinterest Print Reddit StumbleUpon Tumblr Twitter VK Yummly

অরুণের বাঁ হাতের আঙুলের নখগুলোর আকার একবার দেখুন! বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর নখ লম্বায় ২ ইঞ্চি, মধ্যমার ১১ ইঞ্চি, অনামিকার ৯ ইঞ্চি এবং কনিষ্ঠার নখটি লম্বায় ৮ ইঞ্চি। শখ করে হাতের নখ অনেকেই তো বড় করে। তাই বলে অত বড়! বিস্ময়কর কথা হলো, ২৫ বছর হাতের নখ কাটেননি দিনাজপুরের এই তরুণ।


Hostens.com - A home for your website

১৯৯৩ সাল। চতুর্থ শ্রেণিতে পড়েন অরুণ কুমার। ইচ্ছা হলো নখ বড় করবেন। সেই যে বাঁ হাতের আঙুলের নখ কাটা বন্ধ করেছিলেন, তা আজও ধরে রেখেছেন। মাঝে কত বাধা, কত বিদ্রূপ শুনেছেন, কিন্তু নখ না কাটার সিদ্ধান্তে অনড় থেকেছেন। ৩৩ বছর বয়সী অরুণ কুমার সরকার বলছিলেন, ‘প্রথম প্রথম নখগুলো ভেঙে যেত। এখন আর ভাঙে না। তবে অনেক সতর্ক থাকতে হয়। দৈনন্দিন কাজকর্ম করতে তেমন অসুবিধা হয় না। তবে ভারী কোনো কাজ করার সময় সতর্ক থাকি।’
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর গ্রামে অরুণ কুমার সরকারের বাড়ি। পেশায় আলোকচিত্রী। প্রায় প্রতিদিনই অরুণের লম্বা নখ দেখার জন্য মানুষ আসে দূর থেকে তাঁর বাড়ি ও ফটো স্টুডিওতে। অরুণও এসবে অভ্যস্ত। তিনিও আগ্রহ নিয়ে দেখান, নখ রাখার গল্প বলেন।
ভবিষ্যতে নখ কাটবেন কিনা? অরুণের উত্তর, ‘লম্বা নখের রেকর্ড গড়তে চাই আমি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড না হোক অন্তত বাংলাদেশে তো রেকর্ড গড়তে পারব

bottom