Foto

Please Share If You Like This News

Buffer Digg Facebook Google LinkedIn Pinterest Print Reddit StumbleUpon Tumblr Twitter VK Yummly

অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনিতে এক মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ২০ বছর বয়সী ওই মোটরসাইকেল আরোহীর নাম সাদ আহমেদ সাদমান। গতকাল বুধবার মধ্যরাতে সিডনির ওয়্যারউইক ফার্মের হিউম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।


Hostens.com - A home for your website

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জরুরি সেবা পৌঁছালে গুরুতর আহত অবস্থায় সাদ আহমেদ সাদমানকে উদ্ধার করা হয়। এরপর তাঁকে দ্রুত সিডনির লিভারপুল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হওয়ার আগেই মারা যান সাদমান। দুর্ঘটনার সঠিক কোনো কারণ এখনো জানতে পারেনি পুলিশ। নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্তে কাজ চলছে।সাদমানের বাবার পারিবারিক বন্ধু শাহ আবদুল মতিন বলেন, ‌সিডনির ইউটিএস বিশ্ববিদ্যালয়ের প্রকল্প ব্যবস্থাপনার ওপর স্নাতক করছিল সাদমান। তিন সন্তানের মধ্য বড় ছিলেন সাদমান আহমেদ। তিনি মোটরসাইকেল চালাতে খুব পছন্দ করতেন। এই মোটরসাইকেল ওর প্রাণ নিয়ে নিল। জানি না, এ শোক ওর মা–বাবা কীভাবে কাটিয়ে উঠবেন।
সাদমানের অকালমৃত্যুতে শোকার্ত হয়ে পড়েছে তাঁর পরিবার-স্বজন ও বন্ধুরা।

bottom