Foto

Please Share If You Like This News

Buffer Digg Facebook Google LinkedIn Pinterest Print Reddit StumbleUpon Tumblr Twitter VK Yummly

তথ্যপ্রযুক্তি খাতে সম্প্রতি তথ্য ফাঁস আর ম্যালওয়্যার আক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানগুলো সাইবার নিরাপত্তা জোরদার করছে। এমন সময়ে একটি পদে চাকরির চাহিদা সবচেয়ে বেশি বাড়তে দেখা গেছে। তথ্যপ্রযুক্তি খাতে এখনকার চাহিদাসম্পন্ন ওই পদের নাম প্রধান সাইবার নিরাপত্তা কর্মকর্তা বা চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (সিআইএসও)।


মানবসম্পদ নিয়ে কাজ করা বিটিআই এক্সিকিউটিভ সার্চ নামের একটি প্রতিষ্ঠানের করা তথ্য অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০১৯ সালেও সিআইএসও পদের ব্যাপক চাহিদা থাকবে। এ পদে ২০ শতাংশ পর্যন্ত চাহিদা বাড়তে দেখা যাবে। এর বাইরেও সাইবার নিরাপত্তা খাতে আরও বেশি চাকরি হবে।

বিটিআইয়ের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের চাহিদা আছে। শুধু ভারতে এ পদের কর্মকর্তারা বছরে গড়ে ৮৫ লাখ রুপি পর্যন্ত বেতন পান। কোনো প্রতিষ্ঠানের সিটিও বা চিফ টেকনোলজি অফিসার হলে বেতন আরও বেশি হয়। সিআইএসওদের তুলনায় সিটিওদের বেতন ২০ শতাংশ বেশি হয়।

এ খাতের বিশেষজ্ঞরা বলছেন, কয়েক বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তার বিষয়টি জোর দেওয়া হচ্ছে। এতে এ খাতে তথ্যপ্রযুক্তির অন্যান্য চাকরির চেয়ে তিন গুণ চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে।

ব্যাংক, স্বাস্থ্য, ই-কমার্স, প্রকৌশলসহ গ্রাহকসেবার বিভিন্ন খাতে সিআইএসওদের চাহিদা বেশি দেখা যাচ্ছে।

গবেষকদের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ৩০ লাখ সাইবার নিরাপত্তা খাতের পেশাদার ব্যক্তির ঘাটতি রয়েছে। এর অধিকাংশই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। এ অঞ্চলে ২০ লাখ সাইবার নিরাপত্তা পেশাদার ব্যক্তির ঘাটতি আছে।

সিআইএসওর কাজ হচ্ছে তথ্যপ্রযুক্তি অবকাঠামো, নেটওয়ার্কিং, সিকিউরিটি প্ল্যাটফর্ম ও ভার্চ্যুয়াল অবকাঠামো খাতের নেতৃত্ব দেওয়া। অনেক প্রতিষ্ঠান এখন তাদের কারিগরি বিভাগের কর্মকর্তাদের এ ধরনের প্রশিক্ষণের জন্য বিনিয়োগও করছে

bottom