Foto

Please Share If You Like This News

Buffer Digg Facebook Google LinkedIn Pinterest Print Reddit StumbleUpon Tumblr Twitter VK Yummly

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) ব্যবসা প্রশাসন অনুষদের উদ্যোগে ‘যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। গত রোববার (২ ডিসেম্বর) ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ ক্যাম্পাসে এই সেমিনারের আয়োজন করা হয়।


সেমিনানে মূল প্রবন্ধ পাঠ করেন সহকারী অধ্যাপক সিদ্দিক হায়াত খান।

সেমিনারের মূল প্রবন্ধে বলা হয়, যুক্তরাষ্ট্র কর্তৃক চীনের পণ্যের ওপর বড় আকারের শুল্ক আরোপের মধ্য দিয়েই এই বিরোধের সূত্রপাত। প্রায় সঙ্গে সঙ্গেই চীন পাল্টা ব্যবস্থা নেয়। ক্রমেই সব বৃহৎ দেশ এতে জড়িয়ে পড়ে। এই মাত্রার একটি বাণিজ্যযুদ্ধে বাংলাদেশের মতো দেশের পক্ষে প্রভাবিত না হওয়া প্রায় অসম্ভব ব্যাপার। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলা করার জন্য বাংলাদেশের উচিত কালক্ষেপণ না করে বিভিন্ন বাণিজ্য অংশীদার দেশ এবং গোষ্ঠীগুলোর সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাওয়া এবং দেশের জন্য সবচেয়ে সুবিধাজনক শর্তাবলি খুঁজে বের করা।
সিদ্দিক হায়াত বলেন, এটি শুধু অর্থনৈতিক বা রাজনৈতিক বিষয় নয়। এতে একাডেমিকদের জন্য চিন্তার খোরাক রয়েছে। তিনি সংশ্লিষ্ট শিক্ষকদের এগুলো থেকে তথ্য ও কেস স্টাডি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

উপচার্য অধ্যপক রফিকুল ইসলাম শরীফ সংশ্লিষ্ট সবাইকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

bottom